৫২ শ্রমিকের মৃত্যু, হাসেম ফুডের চেয়ারম্যানের দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় আগুনে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় হাসেম ফুড বেভারেজের চেয়ারম্যানের দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যানসহ ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান। এর আগে চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে আনা হয়।

আসাদুজ্জামান বলেন, ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় হাসেম ফুড বেভারেজের চেয়ারম্যান আবুল হাসেম, সহ-ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাসেম (সজীব), পরিচালক তারেক ইব্রাহিম সতেজ, পরিচালক তাওসিফ ইব্রাহিম শীতল, পরিচালক তানজিম ইব্রাহিম, কোম্পানির সিইও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাওসিফ ইব্রাহিম শীতল, তানজিম ইব্রাহিমকে জামিন দেন আদালত। বাকি ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন

প্রসঙ্গত, হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানা ভবনটিতে প্রায় চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়কিকরণের প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের দীর্ঘ সময় লাগে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে কারখানার ভেতর থেকে একে একে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়। 

ঘটনার দিন তিন জনের মৃত্যু হয়। সবমিলে এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়। কারখানায় আগুনের ঘটনায় আরও অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।