ক্রেনের নিচে চাপা পড়া যুবক দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় ক্রেনের নিচে চাপা পড়া আবুল কালাম (৩২) নামে এক রিকশার যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে জামগড়া এলাকা থেকে রিকশা নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম ও তার ফুপাতো ভাই মেহেদী হাসান। নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে মেহেদী রিকশা থেকে ছিটকে পড়েন। ক্রেনের নিচে আটকা পড়েন কালাম। খবর পেয়ে ডিইপিজেড ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আরেকটি ক্রেনের সাহায্যে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাটি উদ্ধার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের জটলার কারণে উদ্ধার কাজে বিলম্ব হয়। আটকে পড়া রিকশার যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।