৫০০ শিশু-কিশোরের মুখে তুলে দেওয়া হলো ডিম

‘প্রতি দিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’- এই প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দফতর ফরিদপুরের আয়োজনে শুক্রবার (০৮ অক্টোবর) সকালে শহরের টেপাখোলায় অবস্থিত সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা শেষে সরকারি শিশু পরিবারের ৩০০ ও শেখ রাসেল শিশু কিশোর কেন্দ্রের ২০০ শিশু-কিশোরকে সেদ্ধ ডিম খাওয়ানো হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। আরও বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আলী আহসান, সহকারী পরিচালক মোহাম্মাদ নূরুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বীজন নন্দী, ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মীর কাশেম আলী, এম এম বি জামান সেন্টু, আব্দুল মান্নান প্রমুখ।