গুদামে পুড়লো ৬০০ মণ পাট

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গুদামে আগুন লেগে ৬০০ মণ পাট পুড়ে গেছে। বুধবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার জামালপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড়ে পাট ব্যবসায়ী মহসীন হোসেনের গুদামে এই ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ইনচার্জ) শামীম ভূঁইয়া জানান, খবর পেয়ে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ব্যবসায়ী মহসীন হোসেনের জানান, ভোর সাড়ে ৫টায় গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালীগঞ্জ ফারার সার্ভিসের কর্মীরা ৫টা ৫০ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার গুদামে ৯০০ মণ পাট ছিল। আগুনে প্রায় ৬০০ মন পাট পুড়ে গেছে। এ ছাড়া গুদামের আসবাবপত্রসহ প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
 
তবে  ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।