‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, একদিন পর র‌্যাবের ৩ মামলা 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত দলের সঙ্গে র‌্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার একদিন পর তিনটি মামলা করেছে র‌্যাব। এর মধ্যে একটি অস্ত্র, অপরটি মাদক এবং আরেকটি হত্যা মামলা।

সোমবার (০১ নভেম্বর) র‌্যাব-১-এর পরিদর্শক জুলহাস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাগুলো করেন। তিন মামলায় অজ্ঞাত পাঁচ জনকে আসামি করা হয়েছে। 

এর আগে রবিবার ভোরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ওই দিন কিছুই জানায়নি র‌্যাব। ঘটনার একদিন পর র‌্যাব জানায়, নিহত যুবক ডাকাত দলের সদস্য। বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রবিবার ভোর রাতে রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ২২ নম্বর সেক্টরে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে র‌্যাব-১-এর একটি দল গোপন সূত্রে জানতে পারে। তাদের আটকের জন্য ঘটনাস্থলে গেলে ডাকাত সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়।

এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুড়ে। তখন ১৫ মিনিট গোলাগুলি হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে র‌্যাব গুলি ছোড়া বন্ধ করে। ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। 

র‌্যাব ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, আটটি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে অস্ত্র, মাদক ও হত্যাসহ তিনটি মামলা করেছে র‌্যাব। এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।