ফরিদপুরে সংঘর্ষ ঠেকাতে ৫ শতাধিক অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ঠেকাতে ফরিদপুরের সালথার কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে ঢাল, কাতরা, ভেলা, সড়কি, টেঁটা, রামদা ও চাপাতি। গত একসপ্তাহে বিভিন্ন সময় উপজেলার গট্টি, রামকান্তুপুর ও যদুনন্দী ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৮ নভেম্বর) বিকালে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমনিুর রহমান। তিনি বলেন, চলমান ইউপি নির্বাচনে উপজেলার ৭৬টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বলে আমাদের কাছে তথ্য আসে। তথ্যের ভিত্তিতে এসব এলাকায় নির্বাচনি সহিংসতারোধে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে প্রায় পাঁচ শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, নির্বাচনি পরিবেশ ভালো রাখতে পুলিশ সুপার আলিমুজ্জামানের নির্দেশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় আট জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।