নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ কার্যালয়ের পাশে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

প্রথমদিন সরকারি তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৬০০ শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ছেলে ও মেয়েদের আলাদা বুথের মাধ্যমে এই ভ্যাকসিন দেওয়া হয়। এতে স্বস্তি প্রকাশ করেছে ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীরা। ভ্যাকসিন নিতে সকাল থেকে ভিড় করে কয়েক হাজার শিক্ষার্থী।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সোয়া লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নগরীর আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আশা করি, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ২৫ হাজার এইচএসসি ও সমমানের সব পরীক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে।’

তবে সিভিল সার্জন জানান, ফাইজার ভ্যাকসিন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না করায় উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। উপজেলাকেন্দ্রিক শিক্ষার্থীদের আপাতত শহরে এসেই ভ্যাকসিন গ্রহণ করতে হবে।