প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: আলালের বিরুদ্ধে এবার শ্রীপুর থানায় অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এবার গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক বিন ইদ্রিছ বাদী হয়ে এই অভিযোগ করেন।  

অভিযোগে আশিক উল্লেখ করেন, মঙ্গলবার (৭ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার বরমী বাজারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযুক্ত শাহ মোয়াজ্জেম হোসেন আলাল অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেখতে পাই। তার এ বক্তব্য সরকার ও দেশের জন্য মানহানিকর। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ও পরিচিত লোকজনের সঙ্গে আলোচনা করে অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ এখনও হাতে পাইনি। তবে থানার কর্তব্যরত কর্মকর্তার (ডিউটি অফিসারের) কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ জমা হয়েছে বলে শুনেছি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগপত্র দেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।