ভোটকেন্দ্রের বাইরে গোলাম রাব্বানীকে ছুরিকাঘাত

মাদারীপুরের রাজৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মামার ভোটের খোঁজ নিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ সময় ছুরির আঘাতে তার ডান হাতের দুটি আঙুল কেটে গেছে।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ। মামার পক্ষে গত কয়েকদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। একই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মোশাররফ মোল্লা।

ভোটগ্রহণ চলাকালীন বিকালে গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে মোশাররফ মোল্লার লোকজন ভোট কারচুপি করছেন- এমন খবর শুনে সেখানে যান গোলাম রাব্বানী। এ সময় মোশাররফ মোল্লার ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হন।

এ নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হলে রাব্বানীকে ছুরিকাঘাত করেন সোহেল মোল্লা। এতে রাব্বানীর ডান হাতের দুটি আঙুল কেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এতে উভয় পক্ষের আরও পাঁচ জন আহত হন। স্থানীয়রা রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়।

আহত গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশাররফ মোল্লার লোকজন প্রকাশ্যে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিল। কয়েকজন কর্মী নিয়ে সেখানে গেলে আমাকে কুপিয়ে জখম করা হয়। আমি থানায় অভিযোগ করবো।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কিছুই হয়নি। কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর বেশি কিছু আমি জানি না। বাইরে কিছু হলে তা আমার দেখার বিষয় নয়।’

রাজৈর থানার ওসি শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে শুনেছি। তবে রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। তিনি থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’