ফরিদপুরে বুস্টার ডোজ পাবেন যারা

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ছয় মাস পার হয়েছে—এমন ব্যক্তিদের ফরিদপুরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এ জন্য কোনও নিবন্ধনের প্রয়োজন নেই। দেখাতে হবে না মেসেজও। ছয় মাস পার হওয়ার পর আগে টিকা নেওয়া কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখালেই মিলবে বুস্টার ডোজ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বর্তমানে জেলায় বুস্টার ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। সবাইকে আগের কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে বলা হয়েছে। ফরিদপুর জেলা শহরের তিনটি কেন্দ্রে ও জেলা সদরের বাইরে আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগে এক লাখের মতো টিকা মজুত রয়েছে। বুস্টার ডোজের পাশাপাশি জেলার অন্যান্য উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্ছে।

গত শনিবার আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, যারা এখনও টিকা নেননি তাদের বাইরে ঘোরাফেরা করতে দেওয়া হবে না।

অতুল সরকার করোনার সংক্রমণ রোধে সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘যদি একজন ব্যক্তি ভ্যাকসিনেশন থেকে বাদ পড়েন, তাহলে শুধু পরিবারের লোকেরাই নয়, গোটা সমাজের সবাই হুমকির মুখে পড়বে।’

সভায় জানানো হয়, শুধু বাইরে চলাফেরাই নয়, টিকা না নিলে কাঙ্ক্ষিত সেবাও মিলবে না। এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, যাদের টিকা নেওয়ার পর ছয় মাস পার হয়েছে তাদের আগের কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুরে এখন পর্যন্ত ৯ লাখ ৯২ হাজার ৫৮৭ জনকে প্রথম ডোজ ও সাত লাখ ৫৬ হাজার আট জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গত শনিবার পর্যন্ত জেলায় ৯১ জন বুস্টার ডোজ নিয়েছেন।