১০ টাকা কেজির ৬৬৩ বস্তা চাল মজুত করেছেন তিনি

টাঙ্গাইলে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল জব্দ করেছে ব্যাব-১২। এ সময় শরৎ চন্দ্র সূত্রধর নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার করটিয়া বাজারের জমিদার বাড়ির পাশে শরৎ চন্দ্র সূত্রধরের গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এ তথ্য জানান। আটককৃত শরৎ চন্দ্র সূত্রধর করটিয়া কলেজপাড়া গ্রামের সুবল চন্দ্র সূত্রধরের ছেলে।

মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল জব্দ

র‌্যাব কমান্ডার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার করটিয়া বাজারের জমিদার বাড়ির পাশে শরৎ চন্দ্র সূত্রধরের গুদামে মজুত খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় গুদামের মালিক শরৎ চন্দ্রকেও আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘সরকার কর্তৃক ১০ টাকা কেজি মূল্যে গরিব ও দরিদ্রদের জন্য সরবরাহকৃত চাল বেশি মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে আসছিল একটি চক্র। মজুতকৃত চাল বেশি দামে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে আসছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’