দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

বাড়েনি লঞ্চ-ফেরি, বেড়েছে দুর্ভোগ

ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে এখনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ বাড়ানো হয়নি। বরং বহরে থাকা তিনটি ফেরি বিকল থাকায় মাত্র ১৭টি ছোট-বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাটে যানবাহনের একাধিক সারি সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।

ঈদে ঘরমুখো ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে ফেরি বাড়িয়ে ২১টি ও লঞ্চ বাড়িয়ে ৩৩টি চলাচল করবে বলে জানিয়েছিল বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি। কিন্ত ঘরমুখো যাত্রী আসা শুরু করলেও এখন পর্যন্ত লঞ্চ ও ফেরি বাড়ানো হয়নি। 

রবিবার (২৪ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে দেখা যায়, একাধিক ফেরি বিকল হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের একাধিক দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে দৌলতদিয়া লঞ্চঘাটে সংযোগ সড়কগুলো মেরামত না হওয়ায় বাঁশ ও কাঠের সেতুর ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন লঞ্চঘাট সংশ্লিষ্টরা। 

লঞ্চঘাটে সংযোগ সড়ক মেরামত না করায় বাঁশ-কাঠের সেতুতে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা

যশোরগামী শিমুল নামের এক যাত্রী বলেন, ‘আর কয়েদিন পর ঈদ। এখনও ঘরমুখো যাত্রীর চাপ বাড়েনি। কিন্তু এখনই ফেরিঘাটে এত যানজট, তাহলে ঈদের ৩-৪ দিন আগে অবস্থা হতে পারে?’

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, ‘দীর্ঘদিন দৌলতদিয়া লঞ্চঘাটের সংযোগ সেতু বিকল থাকলেও মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এখন ঈদ উপলক্ষে পুরনো কাঠ ও বাঁশ দিয়ে কোনোরকম জোড়াতালি দেওয়া হচ্ছে। এতে লঞ্চঘাটে যেকোনও মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-বহরে লঞ্চ বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরমুখো যাত্রীর চাপ বাড়লে লঞ্চও বাড়ানো হবে।’

১৭টি ছোট-বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পোর্ট অফিসার (ভারপ্রাপ্ত) শাহ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীর চাপ বাড়লে লঞ্চও বাড়ানো হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্য চৌহান জানান, ‘বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১টি রো রো (বড়), পাঁচটি  ইউটিলিটি (ছোট) ও একটি ছোটসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে।’ 

ঈদুল ফিতর উপলক্ষে ফেরি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘ঈদে ছোট-বড় মিলিয়ে ২১ ফেরি চলাচল করবে। খুব দ্রুত বহরে বাকি ফেরিগুলো যুক্ত হবে।’