কারখানা থেকে ফেরার পথে পোশাককর্মীকে হত্যা

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী আবুল কাশেম (৪৫) নিহত হয়েছেন। তিনি জামালপুরের ইসলামপুর থানার পাতশি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। বুধবার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ এ তথ্য জানিয়েছেন।

নিহতের শ্যালক সোলায়মান জানান, গাজীপুর মহানগরের টঙ্গীর মরকুন এলাকার ভাড়া বাসায় স্বপরিবারে থেকে স্থানীয় নোমান ফেব্রিক্স-২-এর সুপারভাইজার পদে চাকরি করছিলেন কাশেম। বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন তিনি। পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে পৌঁছলে কয়েক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইলতুৎমিশ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। লাশের বুকের ওপর, পেটের নিচে ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।