গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস রাইজারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) ভোর ৫টায় ফতুল্লার পোস্ট অফিস এলাকার একটি টিনসেড ঘরে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– আনোয়ার হোসেন (৪৫), রোজিনা বেগম (৪০) এবং তাদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘ভোট ৫টা ৫ মিনিটের দিকে একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। পথে জানতে পারি, আগুন নিভে গেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি চার জন দগ্ধ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘গ্যাস রাইজারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’