জিন্স-টপস পরায় তরুণীকে মারধর, কারাগারে যুবক

জিন্স-টপস পরায় নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তা ও মারধরের ঘটনায় আটক মো. ইসমাইল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ মে) বিকালে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) আদালতে তাকে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে চট্টলা এক্সপ্রেস ট্রেনযোগে তাকে আদালতে নিয়ে আসেন ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস। 

শুক্রবার (২০ মে) রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। আটককৃত ইসমাইল নরসিংদী সদর উপজেলার বুদিয়ামা গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।

আরও পড়ুন: জিন্স-টপস পরায় রেল স্টেশনে তরুণীকে মারধর

ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, ‘ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের না হওয়ায় এবং আটককৃত যুবকের পক্ষে কোনও আইনজীবী না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। সন্ধ্যায় তাকে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার আগের দিন বন্ধুকে নিয়ে নরসিংদী শহরে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বুধবার (১৮ মে) ভোরে ঢাকায় ফেরার পথে নরসিংদী রেলওয়ে স্টেশনে হেনস্তার শিকার হন। 

আরও পড়ুন: জিন্স-টপস পরায় তরুণীকে মারধরের ঘটনায় যুবক আটক

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, ‘ওই দিন তারা নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। এরই মধ্যে জিন্স ও টপস পরা নিয়ে স্টেশনে অপেক্ষারত এক নারীর সঙ্গে তরুণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণীকে হেনস্তা করেন ওই নারী। তরুণীর সঙ্গে থাকা দুই তরুণ প্রতিবাদ করলে পাশ থেকে কয়েকজন যুবক এসে তাদের মারধর করেন। পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর তাদের ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেওয়া হয়েছে।’