মা ও ২ সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

নরসিংদীর বেলাব উপজেলায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২২ মে) রাতে নিহত রাহিমা বেগমের (৩৬) ছোট ভাই মোশারফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে রবিবার সকাল ৮টায় উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে রহিমা এবং তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখের (৭)  লাশ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ মে) বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, হত্যার ঘটনায় রবিবার রাতে রাহিমা বেগমের ছোট ভাই অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আরও পড়ুন: ঘরে মিললো মা ও ২ সন্তানের লাশ

এর আগে রবিবার দুপুরে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে হত্যার দায় স্বীকার করেন রহিমার স্বামী গিয়াস উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পিবিআইকে জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে কর্মস্থল গাজীপুরের আড়ালিয়ায় চলে যান। তার দেওয়া তথ্যানুযায়ী রবিবার বিকালে বাড়ির পাশের গঙ্গাঞ্জলী নদী থেকে হত্যায় ব্যবহৃত ছোরা এবং নদী থেকে একটু দূরে আলীরটেক জঙ্গল থেকে রক্তমাখা ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। 

তিনি আরও জানান, আটকের পর থেকে আলামত উদ্ধারের আগ পর্যন্ত গিয়াস স্বাভাবিক আচরণ করেন। তবে আলামত উদ্ধারের সময় ভেঙে পড়েন। জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন বলে দাবি করলেও ঘটনা ভিন্ন। হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার সম্পর্ক পেয়েছে পিবিআই। আইনি প্রক্রিয়া শেষে আজ যেকোনও সময় তাকে আদালতে হাজির করা হবে। সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত চলছে। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।