ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ২০ জনের মতো আহত হয়েছেন। বুধবার (৮ জুন) বিকালে আলীগঞ্জ এলাকায় ফুটবল খেলার সমর্থনকে কেন্দ্র করে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এবং নাসির উদ্দিন পক্ষের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল সমর্থন করাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় বিকালে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। হামলা ও সংঘর্ষে দু’পক্ষের পরিবারের লোকজন অংশ নেন। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির বাড়ির গেট ভাঙচুর করা হয়।

ঘরের বেড়ায় আঁকলেন আর্জেন্টিনার পতাকা, মেসির ছবি

তবে এ বিষয়ে দু’পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।  

ফতুল্লা মডেল থানার পরিদর্শক মাসুদ রানা বলেন, ফাতেমা মনির আর্জেন্টিনা এবং নাসির ব্রাজিল দলের সমর্থক। কয়েকদিন আগে ব্রাজিল ও আর্জেন্টিনার পৃথক পৃথক খেলা অনুষ্ঠিত হয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই আজ সংঘর্ষের ঘটনা ঘটে। 

ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দিপু বলেন, এ ঘটনায় উভয়পক্ষ অভিযোগ দিয়েছে। তদন্তের পর মামলা হবে বলে জানান তিনি।