X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘরের বেড়ায় আঁকলেন আর্জেন্টিনার পতাকা, মেসির ছবি

জামালপুর প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২১:৫৪আপডেট : ০৮ জুন ২০২২, ২৩:২৩

ভোগলিকভাবে বাংলাদেশ থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান অনেক দূরে। তবে ফুটবল বিশ্বকাপ এলে দেশ দুটি নিয়ে বাংলাদেশের মাটিতে ভক্তদের উন্মাদনা দেখা যায়। গোটা দেশ বিভক্ত হয়ে পড়ে ব্রাজিল আর আর্জেন্টিনায়। উড়তে দেখা যায় সুদূর লাতিন আমেরিকার দেশ দুটির পতাকাও। আগামী নভেম্বরই ফিফা বিশ্বকাপ। ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। পছন্দের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা।

তেমনই একজন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামের বাদশা মিয়ার ছেলে শামীম হাসান। কলেজ পড়ুয়া শামীম আর্জেন্টিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসির ভক্ত। তাইতো নিজের ঘরকে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ দিয়ে সাজিয়েছেন। ঘরে এঁকেছেন প্রিয় ফুটবলার মেসির ছবিও। এক পাশে রয়েছে বাংলাদেশের পতাকাও। এমন কাণ্ডে বাড়িকে এখন সবাই আর্জেন্টিনা বাড়ি নামেই চেনেন।

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

শামীম হাসান পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি ইসলামপুর কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি একটি দোকান পরিচালনা করেন। সেই দোকানের জমানো টাকা থেকেই তার টিনের বাড়িকে রাঙিয়েছেন পছন্দের ফুটবল দেশ ও তারকার ছবিতে। 

ঘরের বেড়ায় আঁকলেন আর্জেন্টিনার পতাকা, মেসির ছবি

তবে শুধু ঘর রঙ করে ক্ষান্ত হচ্ছেন না শামীম। এলাকার আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পরিকল্পনাও রয়েছে তার।

শামীম হাসান বলেন, ছোট থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসি। বেশি ভালোবাসি আর্জেন্টিনা তারকা ফুটবলার মেসিকে। ভালোবাসা থেকেই নিজের ব্যবসা থেকে কিছু কিছু টাকা জমিয়ে একটি টিনের ঘর করে আর্জেন্টিনা পতাকার আদলে রঙ করেছি। টাকা থাকলে বিল্ডিং করতাম।

গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, আমি জেনেছি, চর দাদনা পূর্ব পাড়া গ্রামে এমন একটি ঘর নির্মাণ করা হয়েছে। সেই পরিদর্শনের জন্য যাচ্ছি।

জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান জেলা অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা গোল্ডকাপের প্রশিক্ষক সুমন আলী বলেন, বিভিন্ন মাধ্যমে আমি বিষয়টি শুনেছি। সত্যি কথা বলতে এ দেশে যুবসমাজ ফুটবল মানেই আর্জেন্টিনা ও ব্রাজিলকেই বোঝে। শামীমের সঙ্গে আমার সরাসরি দেখা না হলেও ফুটবলের প্রতি তার ভালোবাসাকে আমি সাধুবাদ জানাই।

/এফআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার স্কোয়াডে ফিরলেন মেসি
৬ গোলের ম্যাচে নিষ্প্রভই থাকলেন মেসি 
মেজর লিগ সকারে সবচেয়ে বাজে হার মেসির
সর্বশেষ খবর
তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা
তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা
নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
বাজেট: অর্থবছর ২০২৫-২৬নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
স্পেনে ফুটবল খেলায় আগত দর্শকদের ভিড়ে উঠে গেল গাড়ি, আহত ১৩
স্পেনে ফুটবল খেলায় আগত দর্শকদের ভিড়ে উঠে গেল গাড়ি, আহত ১৩
শ্রীনগর বাজারে আগুন, পুড়েছে অর্ধশতাধিক দোকান
শ্রীনগর বাজারে আগুন, পুড়েছে অর্ধশতাধিক দোকান
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত