স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শেফালী বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেউ গ্রামে এ ঘটনা ঘটে। 

শেফালী বেগম ওই গ্রামের গোলাপ হোসেনের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় গোলাপ হোসেন ও তার প্রাক্তন স্ত্রী হাসিনা বেগমসহ পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গত এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী হাসিনাকে তালাক দেন গোলাপ। পরে সালিশ বৈঠকে তার সব পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। গোলাপের একটি ঘর বিক্রির সিদ্ধান্ত নেন হাসিনা। ঘরটি পাঁচ হাজার টাকা দামে রেখে দিতে চান শেফালী বেগম। হাসিনা এতে দ্বিমত পোষণ করেন।

এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় দুই জনের ঝগড়া হয়। পরে হাসিনা ও তার সন্তান এক প্রতিবেশীর বাড়িতে রাত কাটান। মঙ্গলবার সকালে হাসিনার সন্তান গোলাপকে বাড়িতে ডাকতে গেলে শেফালীর রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় লাশের পাশেই বসেছিলেন গোলাপ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান বলেন, নিহতের স্বামী ও সতীনসহ একাধিক স্বজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।