মুন্সীগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া) নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান চারটি প্রাইভাটাকারকে চাপা দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত (৮ জুলাই) আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বেশ কয়েজন আহত হলেও কারও প্রাণ যায়নি। তবে কত জন আহত হয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, রেকার দিয়ে কাভার্ডভ্যান ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারগুলো সরানোর চেষ্টা চলছে।