ঈদের আগে সড়কে ঝরলো ২ প্রাণ

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) বিকালে উপজেলার সিঙ্গুরিয়া ও মহাসড়কের চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিলুুফা আক্তারের (২৫) পরিচয় মিলেছে। তিনি জেলার গোপালপুর উপজেলার ভেড়াডাকরী এলাকার ঠান্ডু মিয়ার মেয়ে। নিলুফা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, এলেঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভূঞাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিলুফা। এ সময় আরও দুই জন আহত হন।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার স্বপন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

অপর দিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় যানজটে আটকে পড়ে এক যুবক গাড়ি থেকে নেমে পানি আনতে যান। পানি নিয়ে ফেরার সময় ওই যুবক বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহ নিয়ে চলে যান।