পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ ও দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তাদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। শুক্রবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধোপাখালি ইউনিয়নের বাঘিল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধনবাড়ী সরকারি কলেজে উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে বাঘিল এলাকায় একটি গ্রুপের নেতাকর্মীরা সম্মেলনের বিপক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। একপর্যায়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থান করে প্রতিবাদ জানালে পুলিশ তাদের সরে যেতে বলে। একপর্যায়ে পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তাদের ছত্রভঙ্গ করতে ১৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও তিন রাউন্ড গ্যাস গান নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্যসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার শহীদ দাবি করেন, ‘নেতাকর্মীরা সম্মেলনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পরে মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুনকে আটক করে থানায় নেওয়ার সময় নেতাকর্মীরা বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিন জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া দাবি করেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করছিল। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ইট পাটকেল নিক্ষেপ করে আক্রমণ করে। পরে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড শর্টগানের গুলি ও তিন রাউন্ড গ্যাস গান নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে।’