বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামের (৬৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শহিদুল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে। তার কয়েদি নং-৩৩২৩/এ। তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, শহিদুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় বিকালে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২০১৬ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয় তাকে। বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।