নারায়ণগঞ্জে আ. লীগ নেত্রীকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নীলাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের সই করা প্যাডে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে অব্যাহতি পত্রটি বৃহস্পতিবার সাংবাদিকদের হাতে পৌঁছায়।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, ‘দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা ভঙ্গ তথা গঠনতন্ত্রের ৪৭-এর (ক) এবং ৪৭-এর (ঙ) ধারা মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডের জন্য আপনাকে (ফেরদৌসী আলম নীলাকে) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকসহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে। গণমাধ্যমে তার বিরুদ্ধে লেখালেখি হচ্ছে। পরে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হলে প্রাথমিকভাবে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে দল। সেকারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মন্তব্যের জন্য ফেরদৌসী আলম নীলার সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।