নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ, নাতি পলাতক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবু সালেক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে ৮৮ বছর বয়সী নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন ভুক্তভোগীর ছেলে হারুন (৫৮)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার রাজাবাড়ী (বড়চালা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হক মাতবর (88)। তিনি ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আবু সালেক আব্দুল হকের মেয়ের ছেলে। তিনি ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে সালেক পলাতক। 

আহত হারুনের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মল্লিক জানান, আবু সালেক মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে, রাতে নানার কাছে নেশার টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় চিৎকার শুনে এগিয়ে আসলে হারুনকেও পিটিয়ে আহত করেন সালেক। এরপর আব্দুল হক মারা যান।

এসআই আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত চলছে।