বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে প্রাণ গেলো দুজনের

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) ভোরে সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকার হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মো. আক্তার শেখ (২৭) নামে এক ব্যক্তি প্রাণ হারান। তিনি হামিম পরিবহনের মালিক এবং নবাবগঞ্জ উপজেলার মোসলেম হাটি গ্রামের আব্দুল লতিফ শেখর ছেলে।

এই বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার এস আই জহুরুল হক জানান, নিহত ব্যক্তি হামিম পরিবহনের দুটি গাড়ির মালিক। গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকামুখী সড়কে গাড়ি থামিয়ে হেলপারকে তেল নিতে পাম্পে পাঠান। হেলপারের ফিরতে দেরি হওয়ায় সে মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

অপরদিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের সামনে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন (১৯) এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরেকজন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান রিবেন জানান, শুক্রবার রাত ২টার দিকে জানতে পারি মাওয়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পরেছে। এতে চালক ইমন ঘটনাস্থলেই মারা যান। শাহিন নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ইমনের বাড়ি নারায়ণগঞ্জ ও আহত শাহিনের বাড়ি মাদারটেক।