জঙ্গলে পড়ে ছিল হলমার্কের নিরাপত্তা প্রহরীর লাশ

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকার জঙ্গল থেকে রয়েল সরকার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ১০টায় নগরচর এলাকায় আলোচিত হলমার্ক গ্রুপের কারখানার পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রয়েল সরকার কুড়িগ্রামের কচাকাটা উপজেলার সাতানা গ্রামের বাসিন্দা। তিনি হলমার্ক গ্রুপের ওই কারখানাটির নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা জানান, ভোরে হলমার্ক গ্রুপের বন্ধ থাকা কারখানার পাশের জঙ্গলে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে জুয়া খেলার সময় টাকা-পয়সা নিয়ে দ্বন্দের জেরে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে তাকে হত্যা করেছে। তিনি হলমার্কের বন্ধ কারখানার যন্ত্রাংশ দেখাশোনা করতেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় সাভার থানায় মামলার প্রস্তুতিসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে ২০১১ সালে হলমার্কসহ পাঁচটি প্রতিষ্ঠান ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। বাতিল করা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ ঘটনায় আটক করা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তা ও হলমার্কের মালিককে, যার বিচারকাজ চলমান রয়েছে।