টাঙ্গাইলের দুই ইউনিয়নে একটিতে আ.লীগ অপরটিতে বিদ্রোহী প্রার্থীর জয়

টাঙ্গাইলের গোপালপুরে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ মনোনীত ও অপরটিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) রাতে বেসরকারি ফলাফলে হেমনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা ও ঝাওয়াইল ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা নাজমা সুলতানা এই ফল ঘোষণা করেন।

জানা গেছে, সকাল ৮টা থেকে উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এর আগে সকালে হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র ও কেন্দ্রের বাইরে থমথমে অবস্থা বিরাজ করে। দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

হেমনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার হীরা ছয় হাজার ১৪১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম টেবিল ফ্যান প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী মাসুদ খান নাসির পেয়েছেন পাঁচ হাজার ১৯৯ ভোট। এ ছাড়াও ঘোড়া প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রোজ তালুকদার পেয়েছেন তিন হাজার ৮৯০ ভোট।

ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তালুকদার আট হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী আয়শা আকতার পেয়েছেন সাত হাজার ৯০৬ ভোট।

প্রসঙ্গত, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উপজেলার এই দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল।