কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

তৃতীয়বারের মতো জয়ী হলেন আ.লীগের জিল্লুর রহমান

টানা তৃতীয়বারের মতো কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। তি‌নি পেয়েছেন ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী জাতীয় পা‌র্টির প্রার্থী অ্যাডভোকেট মো. আশরাফ উ‌দ্দিন পে‌য়ে‌ছেন ২৫৭ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টায় ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১৩টি ভোটকেন্দ্র ছিল সিসি ক্যামেরার আওতায়। ১৩টি উপজেলা, আট পৌরসভা ও ১০৮ ইউনিয়নের এক হাজার ৫৪৮ জন ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

সংরক্ষিত নারী সদস্য পদে একজন এবং সাধারণ সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে চেয়ারম্যান পদ ছাড়া সংরক্ষিত সদস্যের চার পদ এবং সাধারণ সদস্যের ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।