X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ 

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিদায়ী চেয়ারম্যানকে নতুন চেয়ারম্যানের নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৮:২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা শফিকুল আলমের কাছে মানহানির ১০০ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ দিয়েছেন দল সমর্থিত বিজয়ী প্রার্থী মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। বুধবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত একটি আইনি নোটিশ ডাকযোগে শফিকুল আলমের কাছে পাঠানো হয়।

জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. তারিক হোসেন জুয়েল স্বাক্ষরিত আইনি নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের আগে ১৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শফিকুল আলম। তিনি আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীকে আওয়ামী লীগের ঐতিহ্য ধ্বংসকারী, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি টাকার মনোনয়ন বাণিজ্যের মহানায়ক বলে উল্লেখ করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অটোরিকশা ও পঙ্খিরাজের কথিত অবৈধ লাইসেন্স প্রদানের মূলহোতা, জনবিছিন্ন নেতা ও ভোটারদের ভয় দেখিয়ে জয় ছিনিয়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে বলে দাবি করেন। নোটিশে সংবাদ সম্মেলনের এমন বক্তব্য মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বলে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে বলা হয়, শফিকুল আলম নিজেই দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার নির্বাচন করে শৃঙ্খলা ভেঙেছেন। 

অন্যদিকে আল-মামুন সরকার দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।  দলীয় মনোনয়নে ওনার কোনও সম্পৃক্ততা নেই। কেননা, মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার স্বাক্ষরে তা চূড়ান্ত হয়। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে শুধুমাত্র দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পাঠানো হয়। আল-মামুন সরকার পৌরসভার মেয়র কিংবা মুখ্য কোনও কর্মকর্তাও নন বলে নোটিশে উল্লেখ করা হয়। 

নোটিশে আগামী সাত দিনের মধ্যে বাদীর মানহানির ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি টাকা দিতে বলা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ বিষয়ে শফিকুল আলম সাংবাদিকদের বলেন, আমি সাংবাদিকদের কাছ থেকে এ বিষয়ে শুনেছি। এখনেও নোটিশ হাতে পাইনি, পেলে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে। আমি সাংবাদিক সম্মেলনে এমন কিছু বলিনি যাতে উনার (আল মামুন সরকারের) মানহানি হয়।

/টিটি/
সম্পর্কিত
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!