শরীয়তপুর জেলা পরিষদে নতুনদের জয়জয়কার

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে সব কয়টিতেই নতুনের জয়জয়কার। ছয় ওয়ার্ডের সবগুলোতে জিতেছেন নতুনরা।

তবে সংরক্ষিত ওয়ার্ডের দুটিতে আগের ব্যক্তিরা বহাল রয়েছেন। চেয়ারম্যান পদে ছাবেদুর রহমান খোকা সিকদার ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ সদস্য পদে পাঁচ ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছে। এর আগে ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল কাউয়ুম পাইক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আজকের ভোটে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো. বোরহান মুন্সি, ২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নেছার উদ্দিন মাদবর, ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন ওসমান মীর, ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আলী আজগর চুন্নু ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আব্রাহাম লিংকন। তারা সবাই নতুন মুখ।

তবে সংরক্ষিত পদে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আসমা আক্তার ও ২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন হাবিনুন নাহার নিপা। গতবারও তারা নির্বাচিত হয়েছিলেন। ফলে সংরক্ষিত ওয়ার্ডে কোনও পরিবর্তন আসেনি।

নির্বাচনে সাধারণ আসনে ১৬ প্রার্থী ও সংরক্ষিত আসনে সাত নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৫টি ইউনিয়নের ছয়টি উপজেলার ও পাঁচটি পৌরসভার ৯১৫ জন ভোট দিয়েছেন।

সদস্য নির্বাচিত ইকবাল হোসেন মীর বলেন, ‘এ বছর ভোটাররা নতুনদের ওপর ভরসা রেখেছেন। তাই সবগুলোতে নতুনরা নির্বাচিত হয়েছেন।’

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. পারভেজ হাসান বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’