নিজ দোকানের ভেতর ঝুলছিল পল্লী চিকিৎসকের লাশ

টাঙ্গাইলের সখিপুরে আলী আজম (৪০) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গুলিয়া বাজারের নিজ দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলী আজম উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আবুল বেপারির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। নাশতা খেয়ে সকাল ৯টার দিকে দোকানে যান। এক ঘণ্টা পর দোকানের ভেতরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন বলেন, ‘আলী আজম ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করছি, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।’

সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘পরিবার জানিয়েছে আলী আজম ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। ধারণা করছি, ঋণের চাপে আত্মহত্যা করেছেন। স্বজনদের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’