শতবর্ষী মাকে রাস্তার পাশে ফেলে গেলো সন্তানেরা

মাদারীপুরে শতবর্ষী এক বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগীর নাম জানা না গেলেও তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামে। তবে তিনি অসুস্থ হওয়ায় কিছু বলতে পারছে না। 

সোমবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ফেলে যান সন্তানরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে যান। তবে গত দুদিন আগে সড়কের একটি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন। এরপর কথা বলতে পারছে না। তাছাড়া স্থানীয়রা তাকে উদ্ধার করলেও সন্তানদের ওপর অভিমান করে কারও সাথে কোন কথা বলছে না এবং পানি ছাড়া তিনি কিছু খাচ্ছে না। পরে পুলিশের সহযোগিতায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সরোয়ার বলেন, শুক্রবার দুপুরে একটি ভ্যানে করে একটি ছেলে এই বৃদ্ধাকে স্কুলের পাশে ব্রিজের পাশে রেখে যায়। কিন্তু সে সময় ভাবতে পারিনি যে, ওই লোক মাকে ফেলে রেখে গেছে। তবে বিকালে তাকে দেখে তার কাছ থেকে জানতে পারি, তাকে তার সন্তান রেখে গেছে। তার জন্য খাবার আনতে যাওয়ার কথা বললেও আর আসেনি। শুধু বলেছেন তার বাড়ি আমগ্রাম এলাকায়।

স্থানীয় রহিমা বলেন, আমি প্রথমদিন তাকে খাবার দিয়েছিলাম। কিন্তু পর দিনে পর থেকে এক কাপ চা ছাড়া আর কিছু খায়নি এবং কারও সঙ্গে কথা বলতে চান না। যদিও বলে তখন বলে আমার কেউ নেই। তাছাড়া দুদিন আগে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। এরপর তার কথাও বোঝা যাচ্ছে না।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা মো. বদরুজামান সম্রাট বলেন, সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার চৌধুরী বলেন, আমাকে এক সাংবাদিক ভাই ফোন দিয়ে বিষয়টি জানালে আমি ফোর্স পাঠিয়ে বৃদ্ধাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। তার ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা করছি।