যুবলীগ নেতার মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ককটেল বিস্ফোরণের অভিযোগে ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। সাটুরিয়ার বালিয়াটি এলাকা থেকে সোমবার (২৯) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই নেতা হলেন- সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মিয়া ও ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল হক।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাদী হয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ্য করে সাটুরিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

পুলিশের অভিযোগ, ঢাকার ১০ ডিসেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোলড়া-সাটুরিয়া সড়কের কামতা পুলিশ চেক পোস্টের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে দেখে পুলিশে খবর দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি দেখে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয় এবং নাশকতার উদ্দেশে ও জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে তিনটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। পরে বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ-সংগঠনের ২৮ নেতাকর্মীদের নামে বিস্ফোরক আইনে সাটুরিয়া থানায় একটি মামলা হয়েছে। এরপর অভিযান চালিয়ে রাতে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের অভিযোগ মিথ্যা দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির দাবি করেন, ঢাকার সমাবেশে বিএনপির নেতাকর্মীরা যাতে যেতে না পারে, সেজন্য মিথ্যা, ভিত্তিহীন ও গায়েবি মামলার মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আটক করা হচ্ছে।