বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মো. মিনহাজ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোর ৪টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকার আন্ডারপাসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, খবর পেয়ে শ্রীনগর উপজেলার হাসাড়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গিয়ে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে শ্রীনগর হাসাড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, একটি মোটরসাইকেলে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন দুই জন। ভোরে শ্রীনগরের হাসাড়া আন্ডারপাসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মারা যান। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক নারী। তার পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‌‘আমরা জানতে পেরেছি তারা দুই জনই শিক্ষার্থী। ঢাকার আগারগাঁও তালতলা এলাকায় থাকেন। লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’