ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ফাঁকা

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আজ। শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা। তবে শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ঢাকামুখী মহাসড়ক ফাঁকা। অন্য জেলা থেকে ঢাকার দিকে বাস আসছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও যাত্রীবাহী বাসের দেখা মিলছে না। মাঝে মধ্যে দুই-একটি ট্রাক এবং থেমে থেমে প্রাইভেটকার ও মাইক্রোবাস দক্ষিণাঞ্চলের দিকে যেতে দেখা যাচ্ছে। তবে ঢাকামুখী কোনও যানবাহন মহাসড়কে নেই বললেই চলে।

সকালে এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর, বন্দোরখোলা, পাঁচ্চর, কুতুবপুর, কাঠালবাড়ি ও পদ্মা সেতুর টোলপ্লাজাসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী কয়েকজন যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মা সেতুমুখী গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Road-2

সকাল ৮টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায়, কোনও বাস ঢাকায় ছেড়ে যাচ্ছে না। অনেক সময় পর পর দুই-একটি পিকআপভ্যান, ট্রাক ও ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গার দিকে যাচ্ছে। মহাসড়কে ঢাকাগামী কয়েকজন যাত্রীদের দেখা যায়।

শিবচরের পাচ্চর বাস স্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় থাকা দীন মোহাম্মদ বলেন, ‌‘সকালে এখানে এসেছি।  জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হবে। কিন্তু কোনও গাড়ি নেই। আজ বিএনপির সমাবেশের কারণেই গাড়ি চলছে না। কিন্তু ঢাকা পর্যন্ত না চললেও পদ্মা সেতুর ওপার পর্যন্ত চললেও তো যেতে পারতাম। পদ্মা পার হবো কেমন করে?’

একই স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন শিবচরের পশ্চিম কাচিকাটা বেপারী বাড়ির মসজিদের ইমাম মনির হোসেন। জরুরি কাজে ঢাকায় যাবেন তিনি। মনির হোসেন বলেন, ‘তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে অবশেষে ফিরে যাচ্ছি।’

road-3

নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক কর্মচারী জানান, ঢাকা পর্যন্ত যাওয়া নাও হতে পারে। সেভাবেই যাত্রী উঠানো হচ্ছে। তবে ঢাকার হাসনাবাদ পর্যন্ত যেতে পারে। সকাল থেকে যাত্রীও নেই। যাত্রী না থাকায় সড়কে গাড়িও কম।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন নেই।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলছে হাইওয়েতে। তবে ভোর থেকে গাড়ির চাপ খুবই কম। যাত্রীবাহী বাস কম চলছে।’