‘আবারও রাতের ভোটের জন্য বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন’

বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সরকার গায়ের জোরে দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তারা আবার একই ধরনের নির্বাচন করার জন্য বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু করেছে।’

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কারাগারে,  স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ কারাগারে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কারাগারে। ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তারা আজকে কারাগারে। এটা সরকারের যে দমননীতি ও চরিত্রের যে বহিঃপ্রকাশ ঘটেছে তাতে সারাদেশের মানুষ ক্ষুব্ধ। শুধু আমাদের দেশে না সেটা আন্তর্জাতিকভাবেও।’

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা

তিনি আরও বলেন, ‘আমরা যে দশ দফা দিয়েছি তা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য। আগামী দিনে আমরা (বিএনপি) যাতে শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেই আহ্বান জানাই। জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি’

খন্দকার মোশাররফ বলেন, ‘মানবাধিকার ও দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের আজকে ৫১ বছর পরেও বলতে হয়, বাঙালির সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভূলুণ্ঠিত। গণতন্ত্র নেই, লুটপাট, চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে। আর এজন্য আমাদের অর্থনীতি ধ্বংসপ্রায়। দেশের মানুষ আজ দিশেহারা।’