কিশোরগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ৪

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্যসহ চার জনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা বাজারঘাট সংলগ্ন একটি গুদাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খাকশ্রী এলাকার কুতুব উদ্দিন (৪০), সুনামগঞ্জের কান্দাপাড়া এলাকার মাসুক মিয়া (২৪), সাল্লা থানার আটগাঁও ইউনিয়নের মামুদনগর এলাকার আক্তার হোসেন (৩২) ও একই এলাকার আবু সিদ্দিক (৩২)।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য জানান।

তিনি জানান, র‍্যাবের দুইটি বিশেষ আভিযানিক দল বালিখোলা বাজার ঘাট সংলগ্ন কুতুব উদ্দিনের দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাংলাদেশ সরকারের শুল্ককর ফাঁকি দিয়ে আমদানিকৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, তৈল, ফেস ওয়াস ও ওষুধসহ চার জনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে জব্দ করা পণ্যের মূল্য এক কোটি পাঁচ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া পণ্য বিক্রয়ের নগদ ৪৪ হাজার ৯০০ টাকাসহ মোবাইল ফোন ও ও সিম কার্ড জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।