সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের মুন্সীকান্দি, ঢালীকান্দি, নোয়াদ্দা ও লক্ষ্মীদিবি গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ওসব গ্রামে ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ফারুক হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ ও সুমন মোল্লাকে ঢাকার চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুতর আহত পরান মোল্লাকেও চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বশাক বলেন, ‘দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এজন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকেও ঢাকায় পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আহত রাসেল, পারভেজ, শরীফ, নীরব ও সোহেলসহ সাত জনকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারী বলেন, ‘সাবেক চেয়ারম্যানের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। এ সময় প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়।’

তবে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, ‘সকালে ঢালীকান্দি গ্রামে আমার এক সমর্থককে মারধর করেন চেয়ারম্যান রিপন পাটোয়াীর সমর্থকরা। এ ঘটনার জেরে দুপুরে ওই গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পাশের গ্রামগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকরা দায়ী।’

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে অনেকে পালিয়ে গেছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’