‘নির্বাচন কমিশন যে আদেশ দেবে, সে মোতাবেক আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‌‘আগামী নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ ও দায়িত্ব সফলভাবে পালন করবে পুলিশ।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে আদেশ দেবে, সে মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ। কারণ আমরা নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। কমিশন নির্বাচনের জন্য যে দায়িত্ব দেবে, তা যথাযথভাবে ও পেশাদারত্বের সঙ্গে পালন করবে পুলিশ। এই দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল উল্লেখ করে আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ শত বছরের একটি বাহিনী। বিগত দিনে পুলিশ সফলভাবে সব দায়িত্ব পালন করেছে। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ পশ্চিমা ও উন্নত দেশের কাছে অনুকরণীয়। আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে কীভাবে সফল হয়েছি, এ বিষয়ে তারা আমাদের কাছে জানতে চায়, অভিজ্ঞতা নিতে চায়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সফলভাবে দায়িত্ব পালন করছে পুলিশ। বিগত দিনে আমরা যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছি, আগামীতেও যে দায়িত্ব আমাদের ওপর আসবে, তা সঠিকভাবে পালন করবো।’ 

পাকিস্তান আমাদের রোল মডেল মনে করে জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি। এজন্য আমাদের রোল মডেল মনে করে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আর বেশি দূরে নয়। ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘তোমরা জীবনের সোনালি অধ্যায় পার করছো। একদিন তোমরাই এদেশের নেতৃত্বের হাল ধরবে। নীতি-নৈতিকতার স্বার্থে কোনও আপস করবে না তোমরা।’

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মফিজুর রহমান, অতিরিক্ত উপমহাপরিদর্শক সাইফুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক।

সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এ কে এম শহীদুল হক বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিয়ে আমি স্বপ্ন দেখি, তোমরা একেকজন স্বপ্নের সারথী হয়ে নতুন বিশ্ব রচনা করবে, এটাই আমার প্রত্যাশা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন। এতে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যার পর চলে ঢাকার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যোগ দেন চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এর আগে কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন স্বাগত বক্তব্যের মাধ্যমে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।