চাচার জন্য পাসপোর্ট কর‌তে গি‌য়ে ছাত্রদল নেতা নিহত

টাঙ্গাইলের গোপালপু‌রে চাচার জন্য পাস‌পোর্ট কর‌তে গি‌য়ে বালুবাহী ট্রা‌কচাপায় মোটরসাইকেল আরোহী টুটুল খন্দকার (৩৬) নামের এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় তার চাচা খন্দকার ইসমাইল হো‌সেন‌ও গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তারাকান্দি-ভূঞাপুর সড়কের উপজেলার গোল‌পেচা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত টুটুল উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ‌ভেঙ্গুলা গ্রামের খন্দকার মোস্তফা হাসানের ছেলে।

স্থানীয়রা জানান, টুটুল তার চাচা ইসমাইলের সঙ্গে টাঙ্গাইল পাসপোর্ট অফিসে কাজ শেষে মোটরসাইকেল‌যো‌গে বাড়ি ফিরছিলেন। এ সময় তা‌দের মোটরসাইকেল‌টি তারাকান্দি-ভূঞাপুর সড়কের গোল‌পেচা এলাকার মোড় পার হওয়ার সময় বালুবা‌হী ট্রাকের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টুটুল মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় তার চাচা ইসমাইলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর ট্রাক চালকের শাস্তির দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

গোপালপু‌রের হেমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ আলম এ তথ্যটি নিশ্চিত করে বলেন,  ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।