নির্বাচনে ইসি যেভাবে দায়িত্ব দেবে পুলিশ সেভাবে পালন করবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব দেবে বাংলাদেশ পুলিশ সেভাবে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।’

বুধবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘শত বছরের পুরোনো প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সফলতার সঙ্গে নিয়ন্ত্রণে রেখেছে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের কারণে এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধি করায় তা দমনে সফল হয়েছি। এতে করে আইনশৃঙ্খলার যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে হবে।’

‘সুপ্রিমকোর্ট এলাকায় সাংবাদিকরা কেন পুলিশের টার্গেটে পরিণত হলো’ জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সাংবাদিকরা পুলিশের পরিপূরক। আমরা একসঙ্গে-একযোগে কাজ করি। এমন কোনও ঘটনার অভিযোগ এলে প্রত্যেকটি ঘটনা অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিকালে বরিশালে নির্মাণাধীন মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ লাইন্স ভবন, বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতাল, মেট্রোপলিটন জোন কার্যালয় ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এস এম আখতারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বরিশাল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।