উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, সচেতন না হলে আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগী বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এখনও হাসপাতালে ভর্তি আছেন প্রায় ১০ হাজার রোগী। গতকাল শনিবার দুই হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ জন। এ অবস্থায় মানুষ সচেতন না হলে রোগীর সংখ্যা আরও বাড়বে।’

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকায় বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কোনও হাসপাতালে ডেঙ্গু চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। সব সরকারি হাসপাতালে রোগীদের ভালোভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি মানুষ যদি সচেতন হয়, তাহলেই ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব হবে।’ 

তিনি বলেন, ‘মশা নিধন করতে প্রতিটি জায়গায় স্প্রে করতে হবে। মশার বংশ বিস্তার রোধে পানি যেন জমে না থাকে, সে ব্যবস্থা করতে হবে, ময়লা পরিষ্কার রাখতে হবে। সারাদেশে সারা বছর এই কার্যক্রম চালাতে হবে। তবেই মশা কমবে, ডেঙ্গু রোগী কমবে, মৃত্যু কমবে। এর বাইরে আমাদের কিছুই বলার নেই।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, কইকার ভাইস প্রেসিডেন্ট লি ইয়ুন ইয়ং, কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এবং বাংলাদেশ-কেরিয়া মৈত্রী হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. সুরজিৎ দত্ত।