সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালের মর্গে প্রায় তিন মাস ধরে পড়ে আছে মো. হুমায়ুন বেপারী নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ। গত ২২ জুন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
হুমায়ুন বেপারী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলার বাজার উদয়পুর গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় লাশ দেশে আনতে পারছে না পরিবার। হুমায়ুনের স্ত্রী ও তিন সন্তান আছে।
জানা গেছে, ৩১ বছর বয়সী মো. হুমায়ুন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে সৌদি আরব যাওয়ার কয়েক দিনের মাথায় গত জুনে অসুস্থ হয়ে পড়লে দেশটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ২২ জুন মারা যান। মৃত্যুর খবরটা পরিবারকে জানায়নি কেউ। দুই দিন আগে পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। তার মৃত্যুতে পরিবারটি অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে।
স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে স্ত্রী নুপুর বেগম জানান, পারিবারিক আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের। তার ওপর স্বামী হারানোর শোক। লাশ ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমির হোসেন বলেন, তিন মাস আগে হুমায়ুন বেপারী সৌদির একটি হাসপাতালে মারা যান। এরপর থেকেই তার পরিবার কোনও খোঁজ পাচ্ছিল না। গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি জানা যায়। কাগজপত্রের কিছু জটিলতার কারণে তার লাশ দেশে আনতে একটু সময় লাগছে। এমনকি পরিবারের অস্বচ্ছলতা কারণেও লাশটি আনতে পারছে না।