কিশোরগঞ্জে সারভর্তি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সারভর্তি একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার দোয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাটি ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি ঘটেছে, তাই দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। তাই এতে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদাম থেকে ২০ টন টিএসপি নিয়ে একটি ট্রাক বিএডিসি কুলিয়াচর গুদামে যাচ্ছিল। রাত পৌনে ১টার দিকে ট্রাকটি ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক হয়ে কুলিয়ারচর উপজেলার দ্বারিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে ভেতরের রাস্তায় প্রবেশ করে। কুলিয়ারচর বিএডিসি গুদামের দিকে যাওয়ার পথে দোয়ারিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকের দিকে এগিয়ে আসে। তখন চালক ও চালকের সহকারী দৌড়ে পালিয়ে যান। পরে পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের সামনের অংশ বেশির ভাগ অংশ পুড়ে গেছে। কয়েক টন সারও ক্ষতিগ্রস্ত হয়েছে।