আন্তর্জাতিক মহলও বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পর্দার অন্তরাল থেকে আন্তর্জাতিক মহলও বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা নির্বাচনে আসছে না। এদেশে মুসলিম লীগ নামে একটি দল ছিল, সেটি বিলুপ্ত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বিএনপি বিলুপ্ত হবে।’ 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিনের কাছে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তবু তারা বারবার ভুল করছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে। আদালতের কাছে তারা অপরাধী। খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতেও তার বিরুদ্ধে শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়। কারণ তারা নির্বাচন এলে প্রার্থী হতে পারে না। ভোটে গেলে বিএনপির নেতৃত্ব অন্য কেউ নিয়ে নেবে।’ 

আগামী নির্বাচন সারাবিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচন দেশ-বিদেশের সবার কাছে গ্রহণযোগ্য হবে।’

এ সময় নির্বাচনে বিজয়ী হতে সবার দোয়া ও সহযোগিতা চান আব্দুর রাজ্জাক। তার সঙ্গে ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।