এক ইউনিয়নে আ.লীগের ২ প্রার্থীকে মনোনয়ন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হিরন ইউনিয়নে দুই নেতাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রবিবার আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয় থেকে হিরন ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। অথচ সোমবার সকাল ১১টায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া তার মনোনয়ন গ্রহণ করেন।

এদিকে, ওইদিনই রাত ১০টায় মুন্সী এবাদুল ইসলাম একই স্থান থেকে তার মনোনয়নপত্র গ্রহণ করেন। দুটি মনোনয়নপত্রেই বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে।

কোটালীপাড়া

এ ব্যাপারে মুন্সী এবাদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। অন্য কেউ মনোনয়ন পেয়েছে কিনা তা আমার জানা নেই।’

গোলাম কিবরিয়া দাড়িয়া বলেন, ‘দল আমাকে মনোনয়নপত্র দিয়েছে। দল এই মনোনয়নপত্র বাতিল করেছে কিনা তা আমি জানি না। তবে আমাদের দলীয় সভানেত্রী যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেব।’

নির্বাচন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর বলেন, দল প্রথমে গোলাম কিবরিয়া দাড়িয়াকে মনোনয়ন দিয়েছিল। পরবর্তীতে ওই মনোনয়নপত্র বাতিল করে মুন্সী এবাদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে।

 

/বিটি/এসটি/