চুরি দেখে ফেলায় বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যা, যুবক গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের বৃদ্ধা আশালতা দাসকে (৭৫) কুপিয়ে হত্যার ঘটনায় বিশ্বজিৎ কুমার (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘরের স্বর্ণালঙ্কার চুরি করতে ওই বৃদ্ধাকে হত্যা করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বিশ্বজিৎ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। এর আগে দুপুর ১২টার দিকে সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বজিৎ ওই এলাকার রঞ্জিত কুমার বিশ্বাসের ছেলে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতের কোনও একসময় ওই এলাকার মৃত সন্তোষ দাসের স্ত্রী আশালতা দাসকে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় মরদেহ দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা।

প্রতিবেশীরা জানান, আশালতার দুই মেয়ে। তাদের অনেক আগেই বিয়ে হয়েছে। গ্রামের বাড়িতে তিনি একা থাকতেন। পুরাতন বাড়িতে মাঠের জমি, বড় বাগান, পুকুর রয়েছে। আশালতার দান করা জমিতে নির্মিত হয়েছে বিদ্যালয়, হাটবাজার। এসব দেখাশোনা করার জন্য আশালতার কাজের একজন শ্রমিক ছিল।

পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘গ্রেফতারকৃত বিশ্বজিৎ কুমার হত্যার দায় স্বীকার করেছে। বলেছে ঘরের স্বর্ণালঙ্কার চুরি দেখে ফেলায় ঘটনা ধামাচাপা দিতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশালতাকে হত্যা করেছে। হত্যার ব্যবহৃত হাতুড়ি পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’