ভুট্টার আড়ালে নিষিদ্ধ পপি চাষ

ভুট্টার আড়ালে মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ পপি (আফিম) চাষ করায় নুরুল ইসলাম (৪৫) নামে এক কৃষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার কৃষিক্ষেত থেকে পপি গাছগুলো কেটে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার পুরান পয়লা গ্রামের জাবেদ খানের ছেলে। এরপর সকাল থেকে গাছগুলো কাটতে শুরু করে ডিবি। রবিবার দুপুর পর্যন্ত ৯ হাজার ৮২০টি গাছ কেটে জব্দ করা হয়। এ ঘটনায় জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নুরুল ইসলাম পয়লা গ্রামের রাস্তার পশ্চিম পাশে ভুট্টা ক্ষেতের আড়ালে নিষিদ্ধ মাদক পপি গাছ লাগিয়েছেন। ছয় শতাংশ জমিতে চাষ করা পপি গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে। এই ফলের নির্যাস থেকে আফিম তৈরি হয়, যা বাংলাদেশে চাষাবাদ নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নুরুল ইসলামকে আটক করা হয়। তার ক্ষেতে ১০ হাজারের মতো গাছ ছিল।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন নাগ বলেন, ‘রবিবার দুপুরে নুরুল ইসলামের ক্ষেত থেকে পপি গাছগুলো তুলে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গাছগুলো আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হবে।’

শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘গাছগুলো দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, এগুলো নিষিদ্ধ পপি। যা থেকে আফিম উৎপাদন হয়। এগুলোর চাষাবাদ ও বহন দেশের আইনে অপরাধ।’