ভৈরবে ট্রলারডুবি: কনস্টেবলসহ আরও ২ জনের লাশ উদ্ধার

মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ভৈরব হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে নৌ-পুলিশ কিশোরগঞ্জ জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে মেঘনা নদীর ভৈরব মাছের আড়ত এলাকা থেকে কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভৈরব ট্রলারডুবির ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ট্রলারের আট যাত্রীর লাশ পাওয়া গেছে

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে ২১ যাত্রী বহন করা একটি ট্রলারকে একটি বাল্কহেড ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে সেটি ডুবে যায়। ট্রলারের যাত্রীদের মধ্যে ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।